এমএ মাজেদ: “ফুটবলকে হ্যাঁ বলুন। মাদককে না বলুন!” স্লোগানকে ধারণ করে ২৭ফেব্রয়ারি বৃহস্পতিবার বিকাল চারটায় সাতক্ষীরা সদর উপজেলায় কোমরপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কোমরপুর যুব সংঘের সভাপতি মাষ্টার মোঃ সায়ফুল্লাহর সভাপতিত্বে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সদর থানা সেচ্ছাসেবক দলের যুগা-সাধারণ সম্পাদক তাকদীর আহছান রুবেল ও ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আল. আশরাফুজ্জামান খোকন।
কপিলমুনি মেহরাব একাডেমী ও টিএসসি ফুটবল একাডেমী সাতক্ষীরার খোলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যে দর্শনে উৎফুল্ল হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কপিলমুনি ফুটবল একাডেমী ২-১ গোলে টিএসসি ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের প্রধান অতিথি জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার প্রদান করেন। চ্যাম্পিয়ন দলকে দশ হাজার এবং রানার্সআপ দলকে ছয় হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন কপিলমুনি মেহরাব ফুটবল একাডেমীর অধিনায়ক মেহেদী হাসান।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় টিএসসি ফুটবল একাডেমীর হাসিবুলকে নিজস্ব অর্থায়নে পুরস্কার তুলে দেন সাতক্ষীরায মোক্তার টেলিকমের স্বাত্বাধীকারি মো. মোক্তার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রিন্স, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খুরশিদ আলম, ধুলিহর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ. লিয়াকাত আলী, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. জিয়াউর রহমান, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন মন্টু প্রমূখ। ফাইনাল খেলায় ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. নাসির উদ্দিন, জনি এবং মোকলেছুর রহমান। সমগ্র টুর্নামেন্টে ধারাভাষ্যে ছিলেন মো. আশরাফ আলী।