আবু সাঈদ : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা সদর উপজেলারপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জজ কোর্টের সামনে থেকে এ আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।
শুভেচ্ছা ও আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি আব্দুর রউফ রাজা, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সহ সভাপতি শামীম হোসেন, সদর উপজেলা তরুণ দলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মোঃ আল মাসুদ, সহ সভাপতি জাহিদ হাসান সাইদ, সহ সভাপতি নাইমুর ইসলাম নাইম, সহ সভাপতি হাসিবুর হোসেন, সহ সভাপতি শাহেদুজ্জাম শাহেদ, সহ সভাপতি মুন্না হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ গাজী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসিফ ইয়াছীর, সহ সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন শুভ, প্রচার সম্পাদক তৈবুর আহমেদ, সহ দপ্তর সম্পাদক আহসানুল্লাহ, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান সহ সদর উপজেলা তরুণ দলের সকল নেতৃবৃন্দ।