ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের শেখ জহুরুল হক অডিটরিয়ামে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন, সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার, ব্রজেন মন্ডল, সুব্রত সরকার, শংকরী ঘোষ,স্বপ্না রানী সরকার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, রুকসানা আক্তার, প্রসেনজিৎ রায়, দেবপ্রসাদ পালিত ও শাহিনুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী সংগীত পরিবেশন করেন বিদায়ী শিক্ষার্থী মারিয়া সুলতানা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হযরত আলী।