শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ভোমরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নালিশী জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

শাহাজান আলী মিটন : সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য জাকির হোসেন মন্টুর বিরুদ্ধে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এলাকায় নালিশী জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে।

নালিশী জমি নিয়ে আদালতে বিচারাধীন মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা শহরের কাটিয়া গ্রামের আবুল হোসেন মোঃ মোখসুদুর রহমান ক্রয়সূত্রে ভোমরা স্থলবন্দর এলাকায় ৬ শতক জমির মালিক। তাদের মালিকানাধীন ওই ৬ শতাংশ ভূমিতে ভোমরা গ্রামের মৃত সরফরাজ মোল্লার ছেলে সিএন্ড এফ নেতা জাকির হোসেন মন্টু অবৈধভাবে দখল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা ওই জমিতে অবৈধভাবে ঘর নির্মাণসহ অন্যান্য স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।

নিজেদের জমিতে ঘর নির্মাণের খবর পেয়ে আবুল হোসেন মোঃ মোখসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান। তবে প্রভাবশালী জাকির হোসেন মন্টুর লোকজন তার কথা না শুনলে আবুল হোসেন মোঃ মোখসুদুর রহমান বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দায়ের করেন। পিটিশন মামলা নং-২৫৯/২৫ (সাত:)। মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ২৪ ফেব্রুয়ারি ৪১৫ নং স্মারকে, “অন্য কোন আদালতের ভিন্ন কোন আদেশ না থাকলে নালিশী সম্পত্তিতে দ্বিতীয় পক্ষ পরবর্তী শুনানি পর্যন্ত বারিতে থাকবে।

কোন স্থাপনা অবকাঠামো নির্মাণ করতে পারবে না” মর্মে সদর থানার অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। কিন্তু জাকির হোসেন মন্টু গংরা আদালতের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে রাতের আঁধারে নালিশী ভূমিতে পাকা ঘরসহ স্থাপনা নির্মাণ কার্যক্রম অব্যহত রেখেছেন।

এ বিষয়ে জমির মালিক আবুল হোসেন মো. মোখলেছুর রহমান জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালেও বিবাদী জাকির হোসেন মন্টু গংরা নালিশী ভূমিতে পাকা স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। তারা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজের জন্য সেন্টারিংয়ের কাজ করছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। তিনি নিজের ক্রয়কৃত জমিতে অন্যের অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে জানার জন্য জাকির হোসেন মন্টুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার রিং করলেও তিনি রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী স্থিতি জারি থাকা অবস্থায় যদি কোন ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

দলের দুঃসময়ে যারা নিবেদিত প্রাণ তাদেরকে সব সময় মূল্যায়ন করতে হবে: এমপি রবি

চোরাচালান বিরোধী অভিযানে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি

দেবহাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নবজীবন ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বাংলাদেশী নাগরিকের মৃতদেহ ভারতীয় আত্মীয়-স্বজনদের দেখার ব্যবস্থা করে দিয়েছে বিজিবি

ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক নারী সমাবেশ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কামালনগর ঈদগাহ বাজার কমিটির সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর

আজ ১৫ মার্চ রাত ১১টা ৩০ মিনিটে আরটিভির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমপি রবি