তাপস সরকার, তালা ব্যুরো : তালায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে একটি আনন্দ মিছিল উপ-শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর তালা বাজারের তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা যুব দলের যুগ্ম আহবায় সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি বিশ্বাস অজেদ আলী, উপজেলা জাসাস এর সদস্য সচিব রাসেল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস কে ফারুক, যুবনেতা জোয়ার্দ্দার ফারুক হোসেন, সদর ইউনিয়ন যুবদল আহবায়ক আহম্মদ আলী, সম্পাদক কামরুল ইসলাম, সৈয়দ আজম হোসেন, কামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এর আগে এই মামলায় তাকে মোট ৭০ বছর সাজা প্রদান করা হয়।