শামীম রেজা : সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের আগামী পরীক্ষায় সফলতার জন্য শুভকামনা জানান এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গঠনের পরামর্শ দেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।