কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে গৃহবধূ রাবেয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কে মানববন্ধন শুরু করে। সেখান থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী রাবেয়ার হত্যার স্থানে (শশুরবাড়ি) পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে শতশত নারী পুরুষ অংশগ্রহণ করে। সেখানে বক্তব্য রাখেন হারুন গাজী, আশুরা খাতুন, সঞ্জয় সরকার, মোমেনা খাতুন, জয়নাল গাজী, সাঈদ হোসেন, শহীদুল ইসলাম, ইব্রাহিম গাজী, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, মোহাম্মদ গাজী প্রমুখ।
জয়নাল গাজী বলেন, ১৯ ফেব্রয়ারি যৌতুকের জন্য দুদলির গৃহবধূ রাবেয়াকে পিটিয়ে হত্যা করে রশিতে ঝুলিয়ে রেখে মিথ্যা প্রচার দেয় টিকটক করতে না দেয়ায় আত্মহত্যা করেছে। এরপর সর্বস্তরের মানুষ এঘটনায় প্রতিবাদ করলে অভিযুক্ত যৌতুক লোভী স্বামী ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে পুলিশ ও প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে তারা ন্যায় বিচার বিচার পেতো বলে জানান। সঞ্জয় সরকার জানান, এলাকার মানুষ ন্যায় পেয়ে দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করেছে। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় না নিলে ফের নতুন কর্মসূচি দেবে গ্রামের সাধারণ মানুষ।