শনিবার , ১ মার্চ ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় তাফসীরুল কুরআন মাহফিলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান “মুহাদ্দিস রবিউল বাসার”

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

দেবহাটা ব্যুরো: দেবহাটায় তাফসীরুল কুরআন মাহফিলে কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাসার বলেছেন, আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। এটা আবার অনেকের ভালো লাগেনা, বাংলাদেশীদের সুখ অনেকের ভালো লাগে না, নানামুখী ষড়যন্ত্রে আমরা আবদ্ধ। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়েছি, যারা আমাদের গ্রাস করতে চায়, আমাদের অনেক বুঝে শুনে পথ চলতে হবে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না।

যখন আমরা সবাই মিলেমিশে কাজ করব তখন আমাদের শক্তি হবে। তাই আমাদের ইউনিটিকে, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীতে ইসলামের জন্য কাজে লাগাতে হবে।’ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাত্র ৮ টায় দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে, সখিপুর যুব কমিটি আয়োজনে, অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে এসব কথা বলেন তিনি। বিগত ১৭ বছরে যেটা করা সম্ভব হয় নাই অল্প কয়েকদিনের কানেক্টিভিটির ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই উচ্ছাস, এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে। এজন্য আগামীর নতুন ভোরের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ।সেকারণে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না।

তাফসীরুল কুরআন মাহফিলে সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দিন ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সুরা সদস্য মুফতি হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার, বিশেষ বক্তা ছিলেন, হযরত মাওলানা আমিরুল ইসলাম বিলালী। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম, দেবহাটা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সুরা সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম।আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক,৪নং নওয়াপড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, ১নং কুলিয়া ইউনিয়নের সাবেক আমির আনারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন জামায়াতের সুযোগ্য আমীর ইয়াকুব আলী সরদার,সেক্রেটারি আফসার আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর