তাসকিন আহমেদ শাওন, কুলিয়া প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল জলিল তার নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড টিকেট গ্রামের শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে নিজে হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবীর হোসেন লিয়ন, টিকেট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, সমাজ সেবক খাইরুল ইসলাম প্রমুখ। ইফতার বিতরণ শেষে বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল জলিল সকলের কাছে দোয়া চান।
তিনি বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন এই টিকেট এলাকার সাধারণ মানুষের সেবা করে যাবেন। তিনি কখনো জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচন করবেন না। এলাকার অসহায় গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ জোগাতে না পারলে তাকে জানালে তিনি তাদের সহযোগিতা করেন এবং গরীব অসহায় পঙ্গু, মরণব্যাধিতে আক্রান্ত রোগীদের কে তিনি যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।