শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার নলতা আয়োজনে (০১ মার্চ) শনিবার বিকাল বাদ আছর নলতা ঘোড়াপতা মোড় সংলগ্ন মসজিদের সামনে থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং রমজানের পবিত্রতা রক্ষা সম্বলিত ব্যানার, প্লাকার্ড নিয়ে নালতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবর হোসেনের নেতৃত্বে এক বিশাল র্যালী নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন সেক্রেটারি কাজী হাবিবুর রহমানের পরিচালনায় পথসভায় উপজেলা যুব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন আমির মাস্টার আকবর হোসাইন,তিনি বলেন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।
রমজান দ্রব্য মূল্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।সকল অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ, মালদা ইউনিয়ন নায়েবে আমির দর্জি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয় সভাপতি রফিক হাসান, মাওলানা মহিবুল্লাহ ৬নং ওয়ার্ড সভাপতি মোতাসিম বিল্লাহ তাসুম, মামুন বিল্লাহ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজা, জামাত নেতা মুজিবুর রহমান, সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলন গণ।