শেখ মনিরুজ্জামান : মাহে রমজান উপলক্ষ্যে পাটকেলঘাটা বাজার মনিটরিং করলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান। ২রা মার্চ রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা বাজারে বিভিন্ন দোকান ব্যবসায়ীদের রাস্তার উপর পণ্য সামগ্র না রাখার জন্য নির্দেশ দেন। রমজান উপলক্ষ্যে কোন খাদ্য পণ্যের দাম মূল্য ছাড়া বেশি নেওয়া যাবে না ও খাদ্য পণ্যে ভেজাল দেওয়া যাবে না। যারা ইফতার সামগ্রী বিক্রয় করছেন তাদেরকে পরামর্শ দেন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপন্ন না করার জন্য।
এই বাজার মনিটরিং অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, অফিস সহায়ক তরিকুল ইসলাম ও জুয়েল হোসেন ও পাটকেলঘাটা থানার আইন শৃঙ্খলা রক্ষাবাহীনি, সাংবাদিক চ্যানেল এস সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান ও সাংবাদিক শাহিন আলম। সাংবাদিকদের সাক্ষাৎকারে এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।