রবিবার , ২ মার্চ ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু : কেনা যাবে ১০০ টাকার মাংস

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

শহর প্রতিনিধি : পুরো রোজার মাস জুড়ে দেশের সবখানে যখন মুল্যবৃদ্ধি আর মজুতদারির খবর তখন সাতক্ষীরায় স্বস্তির খবর হলো মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর মাংস। সংযমের মাস রমযানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এনে জেলা সদরে এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তর।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে তড়িঘড়ি করে এই আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়নি। তবে দ্রুতই একার্যক্রমের পুর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, দুধ ৭০ টাকা লিটার এবং প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে ডিম। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে। রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রাণী সম্পদ অফিসের লক্ষ্য। মাংস কিনতে আসা জামালউদ্দিন জানান, বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ।

সেখানে এই বিশেষ বাজার সাধরণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরীব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একই সাথে পুরণ হবে পুষ্টি চাহিদা। গৃহবধু জামিলা খাতুন জানান, মধ্যবিত্তদের জন্য এটা অনেক উপকারে আসবে। মধ্যবিত্ত সমস্যায় অনেক কষ্টে থাকলের কারো কাছে হাত পাততে পারে না। তাই সুলভ মূল্যের দোকান থেকে কমদামে ডিম দুধ মাংস কিনে খেতে পারবে। এটি সময়োপযোগী উদ্যোগ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত