দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (১মার্চ) সকাল ১১ঘটিকায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার কুলিয়া ইউনিয়ন থেকে শুরু করে ৫টি ইউনিয়নে মোট ৪হাজার পরিবারকে ইফতার সামগ্রী উপহার দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
এসময় সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মুকুল, কুলিয়া বাজার কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা প্রতি বছর নিজস্ব অর্থায়নে ইফতারি সমগ্রী বিতরণ করে থাকেন। তিনি এলাকার মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এবং মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। ইফতার সামগ্রী হাতে পেয়ে এলাকার অসহায় মানুষেরা অনেক খুশি।