মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় ইটভাটা বন্ধের নির্দেশনায় পথে বসতে যাচ্ছে এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৫০ হাজার শ্রমিক

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৪, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভরা মৌসুমে ইটভাটা বন্ধের নির্দেশনায় বে-কায়দায় পড়েছে ভাটা মালিক ও শ্রমিক-কর্মচরীরা। হঠাৎ ভাটা বন্ধের খবর শুনে ভাটা মালিক ও নারী-পুরুষ শ্রমিক-কর্মচারীরা শঙ্কায় রয়েছে। মাঝপথে ইটভাটা বন্ধ হলে কোটি-কোটি টাকার বিনিয়োগ ভেেেস যাবে বলে অভিমত ব্যক্ত করেছে ভাটা মালিকরা।

পথে বসবে এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৫০ হাজার হত দরিদ্র মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর-১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা মতে চলতি ৭ মার্চ এর মধ্যে উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ ও ভাটায় কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ ফ্রেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল স্বাক্ষরিত পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, যে সকল ইটভাটা নিয়ে মামলা চলমান রয়েছে সে সকল মামলার তালিকা প্রস্তুত পুর্বক জরুরি ভিত্তিতে খুলনা প্রশাসক কার্যালয়ে প্রেরনের নির্দেশ প্রদান করা হলো।

এর পরিপ্রেক্ষিতে রবিবার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপজেলার ১৩ ইটভাটা মালিকদের নিয়ে বৈঠকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেন। এদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সোমবার দুপুরে ইটভাটা মালিক’রা করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। আল্লারদান (এডিবি) ব্রিকস এর মালিক মো, আব্দুল জলিলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এসএকে (মা) ব্রিকস এর মালিক রুহুল আমিন খাঁন, ত্রি-স্টার ব্রিকস এর- আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকস এর-জি,এম অহেদুজ্জামান, সরদার (এমএসবি) ব্রিকস এর- কামাল সরদার, ফাইভস্টার ব্রিকস এর- মো, মিরাজুল ইসলাম, বিএকে ব্রিকস এর-এম মহিউদ্দিন খান,সরদার মা ব্রিকস (এসএম)- নাজমুল হুদা মিথুন, ও বিসমিল্লাহ (বিবিএম) ব্রিকস এর মালিক খলিলুর রহমান।

সভায় ভাটা মালিকরা মানবিক আবেদন জানিয়ে বলেন, বিগত ২০১২-২০১৩ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও ডিসি’র অনুমতি ও লাইসেন্স, প্রতিবছর সরকারি রাজস্ব, ভ্যাট,আয়কর, ভোক্তা অধিকার, ফাঁয়ার সার্ভিস,শ্রম অধিকার সনদ নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি। ভাটার শুরুতে কোটি-কোটি টাকা বিনিয়োগ করে নানা ঝুকিতে এ ব্যবসা করতে হচ্ছে। প্রত্যেক ইটভাটায় শত-শত নারী-পুরুষ শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের জীবন-জীবিকা চলে এর উপর। কিন্তু মৌসুমের মাঝপথে হঠাৎ ইটভাটা বন্ধ করা হলে ভাটা মালিকরা পড়বেন চরম বিপদে। এর সাথে ও শ্রমিক-কর্মচারীা হবেন বেকার। সব মিলিয়ে উন্নয়ন ব্যাহত হবে।

এ বিষয়ে এডিবি ব্রিকসের মালিক মো, আঃ জলিল জানান, অনেক ইটভাটার গত ২২ বা ২৩ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ অন্যান্য কাগজপত্র আছে। এখন পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র না দিলে আমরা মহামান্য হাইকোর্টে রীট পিটিশন করে সরকারি নিয়মনীতি মেনে ভাটা পরিচালনা করে আসছি। ত্রি-স্টার ব্রিকসের মালিক আশরাফুল আলম বলেন, এখন ভাটা মালিকরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তিতে কয়লা চালিত জিগজাগ ভাটা তৈরী করেছে। যা জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব।

এদিকে ক’দিন পুর্বে ঢাকাস্থ রিপোটার্স ইউনিটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইট প্রস্তুত কারক মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার বলেছেন,ইটভাটা মালিকদের হয়রানি করা হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন করা হবে। তিনি আরোও বলেন,সরকারি নিয়মনীতি মেনে ভাটা পরিচালনা করা হচ্ছে। দেশের রাস্তা-ঘাট, ঘরবাড়ি, সব অবকাঠামো নির্মানে ইটের ব্যবহার হচ্ছে। এই শিল্পটিকে টিকিয়ে রাখতে তিনি সরকারের দৃষ্টি আকর্শন করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

লায়লা পারভীন সেঁজুতিকে বিডিএফ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

যশোরে পৃথক অভিযানে ৩০ টি ককটেল বোমা ও এয়ারগান উদ্ধার

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় বিশিষ্টজনদের সাথে মতবিনিময়

শ্যামনগরে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা জেলা কমিটি গঠন

শেখ বশির আহমেদ মামুন এর পক্ষ থেকে ফুটবলার রাজিয়ার শিশু বাচ্চাকে নগদ এক লক্ষ টাকা প্রদান

উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায় : মশিউর রহমান বাবু

বাসসের সাতক্ষীরা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান

কালিগঞ্জে ক্ষমতার দাপটে রাস্তাকে ঘেরের ভেড়ি হিসাবে ব্যবহার করায়, ব্যস্ততম রাস্তা খাদে

দৈনিক সাতক্ষীরার সকাল’র অগ্রযাত্রা সফল হোক : ড. মিজানুর রহমান