আতিকুজ্জামান সাহেদ : মঙ্গলবার ৪ মার্চ, ঋশিল্পী স্বাস্থ্য ও পুনর্বাসন প্রকল্প একটি ইনক্লুসিভ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। ঋশিল্পী পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রিশিল্পী হোস্টেল বনাম ঋশিল্পী ম্যানেজামেন্ট টিম মধ্যকার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইটালি থেকে আগত বেশ কিছু বন্ধু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নাজারিও ও লুকা। বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সংস্কৃতি শেখা বা জানার পাশাপাশি তারা এখানকার স্থানীয় খেলাধুলা সম্পর্কেও আগ্রহী হয়ে উঠেছেন।
তাই তারা অনেক আগ্রহ নিয়ে আজকের এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছিল। এখানে উপস্থিত ছিলেন ঋশিল্পী ডাইরেক্টর ভিন্সেঞ্জো ফালকনে এনসো, ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস এর প্রেসিডেন্ট মনিকা তোসি সহ আরো বেশ কিছু ইতালিয়ান বন্ধুরা। টুর্নামেন্টে ১০ ওভারের হয়েছিল যেখানে ম্যানেজমেন্ট টিম প্রথমে ব্যাটিং করে ১৩১ রান সংগ্রহ করে জবাবে হোস্টেল টিম এক বল হাতে রেখেই ম্যাচটি জিতে যায়। এই ম্যাচের স্পন্সর ছিল স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড ও এম এ এম ট্রেডার্স। টুর্নামেন্ট শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।