বুধবার , ৫ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সীমান্তে ভারতীয় মদসহ প্রায় তেরো লক্ষ টাকার মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৫, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

অহিদুজ্জামান খান : ০৩ মার্চ সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনস্থ ভোমরা, বাঁকাল চেকপোষ্ট, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৭-এস আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে।

অপরদিকে, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বাঁকাল চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট এর ব্রিজ নামক স্থান হতে ৩২,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস ও তালা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস এর আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশাস নামক স্থান হতে ৩৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৬-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দায়িত্বাধীন কামারবাড়ি আমবাগান নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ারী ও কুটিবাড়ী নামক স্থান হতে ৪,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও ঔষধ আটক করে। এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ালী ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ১২,৫২,৫০০/ (বারো লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ায় কিশোর, কিশোরীদের স্কুল বেস ক্যাম্পেইন

কামালনগর উদয়ন মাধ্য. বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আবুল কাসেমের দায়িত্ব গ্রহণ

এমপি রবির সাথে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়শন নেতৃবৃন্দের মতবিনিময়

সকলের সহযোগিতা নিয়েই উন্নয়নকে তরান্বিত করতে চাই ঠিকাদার কল্যান সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি আশু

কালিগঞ্জে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

ভারতীয় শিল্পীদের সাতক্ষীরায় আগমন

মনিরামপুর প্রেস ক্লাব নির্বাচনে গঠিত কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর

আশাশুনিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুগ্ম সচিব শাহ আলম

মনিরামপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ ইউনিয়ন কর্মশালা

পাইকগাছায় জাতীয় জন্ম, মৃত্যু নিবন্ধন দিবস পালিত