আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এসআই ফয়সাল, এসআই শ্যামা প্রসাদ রায় অভিযান চালিয়ে মামলা নং-২০(৭)২৪ এর তদন্তেপ্রাপ্ত আসামী শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈকরঝুটি গ্রামের মৃত আনসার উদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম, সিসি-০৯/২৩ এর আসামী দরগাহপুর গ্রামের মৃত এলাহি বক্স গাজীর ছেলে ফজলুর রহমান গাজীকে, সিআর-২০৫/২৪ এর আসামী একই গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে শেখ মাহমুদুর রহমান ও সিআর-২৫৬/২৪ এর আসামী রামনগর গ্রামের আঃ রব গাজীর ছেলে নয়ন গাজীকে এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।