কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় “আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের আওতায় ফিন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ব্র্যাক অফিস কার্যালয়ে ফিন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত। ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) দাউদ হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন।
উদ্যোক্তাদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে সততা, নিষ্ঠা, পরিশ্রম, সৃজনশীলতা এবং একাগ্রতা অপরিহার্য। দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মাজহারুল হকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ শাহাদাৎ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার রুহুল আমিন প্রমুখ। এছাড়াও উপজেলার ১০টি এনজিও‘র শাখা ব্যবস্থাপকগন, প্রমিজ ক্লাইন্টগণ, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাংবাদিকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোর সাথে তরুণ উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা। সমাপনী পর্বে সফল উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।