শহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরাতে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে ৩ জন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ সুপার বলেন পুলিশ পেশাদারিত্ন কাজ করে এবং দেশ ও জনকল্যাণে সর্বসময় কাজ করছে।
তাই প্রত্েযক পুলিশ সদস্যদের দেশ প্রেমিক হিসাবে কাজ করে মানুষের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা উচিৎ। যে পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে তাকে অবশ্যই মর্যাদার প্রাপ্ত ভাবে। আর এটা থেকে সকল কে উদ্বোদ্দ হতে হবে তাহলে আপনিও সম্মান জনক স্থানে পৌছাতে সক্ষম হবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ।