খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : তালায় জলবায়ু পরিবর্তনের জলাবদ্ধতা সৃষ্টির কারণে, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান উত্তর লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে,উপজেলা প্রাণী সম্পদ হলরুমে অনুষ্ঠিত লার্নিং শেয়ারিং কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। মুক্তি ফাউন্ডশনের সমন্বয়কারী জোসেফ মন্ডল ও মিল অফিসার কানিজ ফাতেমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
মালটিজার ইন্টারন্যাশনাল, জার্মানী এর অর্থায়নে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাছুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, তালার সিনিয়র সাংবাদিক এম এ হাকিম, তালা উপজেলার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, মুক্তি ফাউন্ডশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুনান্দা ভদ্রসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।