শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

৫০ লক্ষ টাকা জরিমানা : শ্যামনগর ইউএনও প্রকল্পের কাজ পরিদর্শন

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৭, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : প্রকল্পের মেয়াদ শেষ হলেও অদ্যবধি কাজ শুরু হয়নি পাঁচটি পয়েন্টের কোথাও। প্রায় আড়াই বছর অতিক্রান্ত হলেও শুধুমাত্র বালুভর্তি জিওব্যাগ প্লেসিং করেই উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ের উক্ত প্রকল্পের আওতাধীন এলাকার মানুষের মধ্যে আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে তৈরী হয়েছে চরম দুঃশ্চিন্তা।

বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়ে বসেছে কর্তৃপক্ষ। পাউবো কতৃপক্ষসহ ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়ে বৃহস্পতিবার সরেজমিন ভাঙন কবলিত অংশগুলো পরিদর্শন করেছেন শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। এসময় দীর্ঘ সময় ধরে কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি কার্যাদেশ অনুয়ারী দ্রুত কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দেন। এদিকে কাজের ধীরগতির কারণে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ৫০লাখ টাকা জরিমানা করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জেভি ডকইয়ার্ড নামীয় উক্ত প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি আসন্ন বর্সা মৌসুমের মধ্যে সিংহভাগ কাজ সম্পন্নের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া যেকোন প্রকারে লোকালয়ে পানির প্রবেশ ঠেকানোর ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেয়া হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন জানান, কাজে গতিহীনতার কারনে পাউবোর পক্ষ থেকে ঠিকাদারকে ৫০ লাখ জরিামানা করা হয়েছে। এছাড়া কাজের গতি বৃদ্ধি করে বর্ষা মৌসুমের মধ্যে ভাঙন কবলিত অংশসমুহকে সুরক্ষিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে পাউবো’র পক্ষ থেকে ডিজাইন করে ঢাকায় প্রস্তাবনা প্রেরণ করা হবে। পরক্ষণে ঢাকা থেকে টিম এসে প্রয়োজনীয় মাটির পরিমাপ সংগ্রহ করেই মাটির কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, জাইকার অর্থায়নে ২০২২ সালে প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ে শ্যামনগরের পাঁচ নং পোল্ডারের পাঁচটি পয়েন্টে কাজ শুরু হয়। দুই বছর মেয়াদী উক্ত প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। অথচ ২০২৫ সালের মাঝামাঝি এসেও কাজের মাত্র ২০ শতাংশ শেষ হয়েছে বলে দাবি স্থানীয়দের।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

নলতা মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সামেক হাসাপাতালে ৮ মাস যাবত ৬টি কিডনি ডায়ালাইসিস মেশিন নষ্ট

বিদ্যুৎপৃষ্ট হয়ে পাথরঘাটায় এক শ্রমিকের মৃত্যু

আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা

তীব্র তাবদাহে শহরের কাছারিপাড়ায় পানি ও স্যালাইন বিতরণ

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সাতক্ষীরা সিভিল সার্জন

সাজেক্রীস’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ’র নিকট দায়িত্ব হস্তান্তর

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনের খেলায় শিবপুর ইউনিয়নের জয়লাভ

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষ: পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে

চিংড়িতে অপদ্রব্য পুশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সংবাদকর্মী উপর হামলা