দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়ায় জুন্মার নামাজ আদায় করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি ৭ মার্চ শুক্রবার দুপুর বারটায় জেলার ঐতিহ্যবাহী মাঝ পারুলিয়ায় আসেন এবং জুন্মার নামাজ আদায় ও মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য পারুলিয়ার সন্তান মুহাদ্দিস রবিউল বাশার জুন্মার নামাজের ইমামতি করেন এর পূর্বে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মুসুল্লীদের উদ্দেশ্য বক্তব্যে রাখেন কুরআন, হাদিস সহ রোজার ফজিলত বিষয়ে আলোকপাত করেন।
নামাজ শেষে মসজিদ সম্প্রসারণ, ইফতারী ব্যবস্থাপনা স্থাপন সহ মসজিদের উন্নয়নে পরিদর্শন করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক সাংবাদিক আবু তালেব, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান, সেক্রেটারী শওকত গাজী, দেবহাটা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসান সারাফী ও সুমন বাবু সহ মসজিদের মুসুল্লিরা।