আশাশুনি প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় আশাশুনির শ্রীউলায় এই কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, এবং পরিচালনা করেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের।
এদিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চিড়া, মুড়ি, ছোলা, চিনি, সেমাই ও খেজুর। ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “আমাদের স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ্ মাহমুদ সাহেব আমাদের মাঝে না থাকলেও, তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে আমরা সবসময় জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। এরই ধারাবাহিকতায় এবারও ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতি আল-আমিন তার সমাপনী বক্তব্যে বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা বরাবরের মতো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এবছর আমাদের লক্ষ্য অন্তত এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। তারই অংশ হিসেবে আজ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোস্তাফিজ, সেলিম, মইনুর, দেলোয়ার, আকাশ, আলামিন, সুমাইয়া প্রমুখ।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন আরিফ ও স্বাধীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান। উদারতা যুব ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন আরও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।