শেখ মনিরুজ্জামান : তালা সেটেলমেন্ট অফিসে দুই মাস অফিসার না থাকায় স্থানীয় জমির মালিকগণ হয়রানীর স্বীকার হচ্ছে। ৯ই মার্চ রবিবার তালা সেটেলমেন্ট অফিসে গিয়ে মুহুরী মোঃ আব্দুল আলীম গাজী, মোঃ আমজাদ হোসেন, মোঃ মুনসুর রহমান, আমিনুর রহমান, আলাউদ্দীন, আনার ও আমজাদ হোসেন মুন্সি ও হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, দুই সেটেলমেন্ট অফিসার না থাকায় আমরা ৫৩৩ ধারায় যে কেস গুলি দাখিল করেছি সেই কেসের শুনানী হচ্ছে না। যে কেস গুলি শুনানী আগে হয়েছে তার কোন প্রতিবেদন প্রদান করছে না।
কেসের নকল সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমরা এ বিষয়ে অফিস সহকারী ফজর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্যার আনোয়ার হোসেন প্রতি সপ্তাহে বুধবার অফিস করবেন। এই বলে দুই মাস পার হয়ে গেছে।
এ বিষয়ে আমরা তালা উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেনের কাছে রবিবার বেলা ১২.৪০ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি আমাদের বলেন, জেড এস ও স্যার না থাকায় তালার কেস গুলির শুনানী নিতে পারিনি। আগামী ঈদের পরে কেস গুলির শুনানী নেব। স্থানীয় জমির মালিক ও মুহুরীদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবী দ্রুততর সাথে তালা সেটেলমেন্ট অফিসে নতুন অফিসার নিয়োগ দানের জন্য দাবী জানিয়েছেন।