দেবহাটা ব্যুরো : দেবহাটার ঘলঘলিয়ায় বাড়ি থেকে টাকা চুরি হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ঘলঘলিয়া গ্রামের নূর হোসেন এর স্ত্রী নূরনাহার (৪৫), শাশুড়ী মমতাজ বেগম( ৬২) ও প্রতিবন্ধী ছেলে বাকী বিল্লাহ (১৬) জখম হয়েছে। তার মধ্যে নূরনাহার ও মমতাজ গুরুতর জখম হইয়া সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হইয়া চিকিৎসাধীনে আছেন। ঘটনাটি ঘটেছে ০৭/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা ৭টার সময় ঘলঘলিয়া গ্রামে।
এব্যাপারে ভুক্ত ভোগী নূরনাহার বাদী হইয়া দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, নূরনাহারের দেবর নূরমোহান্মদের শিশু পুত্র টাকা চুরি করিয়াছে এই দোষারপ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সরপোরাজ (৪০), মৃত্যু মোশারাফ হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (৪২), মৃত্যু মুছা সরদারের পুত্র আনোয়ার হোসেন (৬৫), সাদ্দাম হোসেনের স্ত্রী হীরা খাতুন (৩২), মৃত্যু মুয়ের সরদারের পুত্র কবির হোসেন (৫০) সহ আরো ৩/৪ জন অজ্ঞান নামার বিরুদ্ধে আসামি করে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগে বলা হয়, নূরনাহারের জা আছিয়া খাতুন (৫০) কে বিবাদীরা তার বাড়ির উপর মারপিট করতে থাকলে, নূরনাহার ও তার ছেলে বাকী বিল্লাহ তাকে ঠেকাতে আসলে সরপোরাজ নূরনাহারের নাকে সজোরে ঘুষি মারিয়া ফোলা জখম করে, অন্যান্য বিবাদীরা নূরনাহার ও তার প্রতিবন্ধী ছেলে বাকী বিল্লাহকে লাথি, চড়, কিল, ঘুষি মারিয়া রক্তাক্ত ফোলা জখম করে। চলে যাওয়ার পথে স্বর্নলংকার ও নগত টাকা নিয়ে যায়। ভুক্ত ভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান।
এব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।