দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, হুইল চেয়ার ও রোজাদারদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮ মার্চ শনিবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা বেসরকারি সংস্থা রাইট টু গ্রোপি ও আবেদা সুলতানা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর বাসার, প্রেমা অধিকারী, রাইট টু গ্রো উদ্যোক্তা বিলকিস আফরোজা প্রমুখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও দুঃস্থ পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।