জি এম আমিনুর রহমান : শ্যামনগরের বুড়িগোলিনী ইউনিয়নে কম্পোস্ট সার ব্যবহারে স্থানীয় নারী কৃষকদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ই মার্চ) শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় যুব সংগঠন বনজীবী ইয়ুথ টিম এই সভার আয়োজন করে।
সভায় কম্পোস্ট সার তৈরিতে আগ্রহী ২৬ জন প্রান্তিক নারী কৃষক অংশ দেন। সভায় হাতে কলমে কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ জামাল হোসেন।
সভায় বলা হয়, জলবায়ুর পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়ত শ্যামনগর উপকূলীয় এলাকার কৃষি জমির লবণাক্ততা বাড়ছে। এতে কৃষি জমি কমছে। সেই সাথে রাসয়নিক সার ব্যবহারে জমির উর্বরতা কমে যাচ্ছে। জৈব সার ব্যবহার করে মাটির স্বাস্থ্য সুরক্ষা না করলে আগামী ফসলহানির শংকা রয়েছে। এজন্য কম্পোস্ট সার ব্যবহারে সকলকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।