শেখ নুরুজ্জামান : সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলে ডুমুরিয়ায় পিস ফ্যাসিলিলেটর গ্রুপ সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সমানে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ডুমুরিয়ার আয়োজনে ও ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিওর অর্থায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ডুমুরিয়া, পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা ০৯ মার্চ রবিবার বেলা ১১টায় ডুমুরিয়া মহিলা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় তারা সংঘাত নয় , সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মান এবং সম্মলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে এ সভা অনুষ্ঠিত হয়।
ফিল্ড কোঅরডিনেটর মোঃ আবু তাহের এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিএফজি.কোঅরডিনেটর শেখ ফরহাদ হোসেন। সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কর্যক্রম ও পিএফজি সদস্যদের দায়িত্ব কর্তব্য, পিএফজি গঠনতন্ত্র এবং আগামী তিন মাসের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কোঅরডিনেটর এস.এম রাজু জবেদ। তারা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে ডুমুরিয়া এলাকায় সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার লক্ষে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
কর্মপরিকল্পনা মধ্যে রয়েছে উপজেলা পযায়ে সকল ধমের ধমীয় প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কমকতাদের রাজনৈতিক, ধমীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনের জন্য আন্তঃধমীয় সংলাপ, পিএফজি সদস্যদের পিএফবিটি প্রশিক্ষণ ও ইয়ুথদের সামাজিক কমসূচি বাস্তবায়ন। সভায় পিএফজি কোঅরডিনেটর, অ্যাম্বাসেডর, ও পিএফজি’র সদস্যবৃন্দ উপস্থিত।