কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী মহড়া,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দুর্যোগ প্রস্তুতি উদযাপন দিবস উপলক্ষে একটি র্যালী বাহির হয়।
পরে উপজেলা প্রাঙ্গণে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে আগুন নিভানোর কলাকৌশল ও মহড়া দেখানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচাই প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ খায়রুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শেখ আলাউদ্দিন সোহেল, সিপিপি কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, উপজেলা সিপিপি কমিটির টিম লিডার মিয়ারাজ হোসেন, সদস্য মুন্নি খাতুন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি এবং সিপিপি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ছিলেন।