নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষণ নিপীড়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ সহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক আ্যড. মাসুক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, শরিফুল ইসলাম শিমুল, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহম্মেদ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের এস এম আব্দুল্লাহ, সাকিবুল হাসান, আব্দুল্লাহ অর্ঘ্য, সাকিবুর রহমান আলিফ, তামিম হোসেন, মো. আদনান হোসেন, ইমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশব্যাপী উদ্বেগজনকহারে খুন ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। রাষ্ট্রকে এ ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।