মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : এডিকো বাংলাদেশের সহযোগীতায় উত্তোরনের আয়োজনে শ্যামনগর মুন্সিগঞ্জে শ্রমজীবী শিশুর অভিভাবকদের সাথে ঋণ দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টের সভাকক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন-উত্তোরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ঋণ দাতা সংস্থা গণমুখি ফাউন্ডেশনের ব্র্যাঞ্চ ম্যানেজার ও এরিয়া ম্যানেজারগণ, গ্রামীন ব্যাংকের প্রতিনিধি, ব্রতী সংস্থার প্রতিনিধি, জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি ও ব্র্যাকের প্রতিনিধি।
উত্তোরনের আওতায় উপজেলার কাশিমাড়ী, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালীনী ও গাবুরা এ চারটি ইউনিয়নের শিশুদের মায়েরা উপস্থিত ছিলেন। সভাপতি নাজমা আক্তার স্বাগত বক্তব্যে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত শিশু শ্রমের সংখ্যা ও তাদের কার্যক্রম, প্রকল্পের কার্যক্রম, ২০২৪ সালে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ কার্যক্রম সমূহ, গত চার বছরের অর্জ সমূহ, চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেন। ঋণ দাতা সংস্থার প্রতিনিধিগণ তাদের বক্তব্যে বলেন-শ্রমজীবী শিশুদেরকে শ্রম থেকে ও দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারে সে লক্ষ্যে কম সুদে ঋণ দেওয়া এবং সুন্দর জীবন উন্নয়নে দক্ষতা অর্জনে অভিজ্ঞতা প্রশিক্ষণ দেওয়া এ সকল বিষয়ে ধারনা পেশ করেন।