আলম হোসেন, কলারোয়া ব্যুরো : কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ পালিত হয়েছে।” দুর্যোগের পুর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয় ক্ষতি” এই প্রতিপ্রাদ্য কে সামনে রেখে বেলা ১১.৩০ মিঃ সময় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একবর্ণাট্য র্যালি প্রদক্ষীণ করে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন,কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসরাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলী, কলারোয়া উপজেলা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোকুনজ্জামান, রফিকুল ইসলামসহ স্কুলের ছাত্র-ছাত্রী। জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসে মহড়ায় অংশ গ্রহণ করেন কলারোয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্য গণ এবং কলারোয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। উক্ত মহড়া উপজেলার বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ প্রদর্শন করেন।