নিজস্ব প্রতিনিধি: কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মুখ্য অঞ্চলের আয়োজনে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় কৃষি ব্যাংক সাতক্ষীরা সিআরএম কার্যালয়ে অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোস্তফা আমির ফয়সাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা, মিজানুর রহমান, জিনিয়া আফরিন লিজা। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি শ্যামল ভট্টাচার্য, কার্যকরী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আব্দুর রশিদ, কাজী মাসুদুল হক, কবি সওকত ওসমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ওমরাহ এজেন্সীর শহিদুল ইসলাম, কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের ১৭ শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ও নিরীক্ষা কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ সকল স্তরের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। ইফতার মাহফিল পরিচালনা করেন রসুলপুর গোরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহিবউল্লাহ।