শামীম রেজা : সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাছারীপাড়ায় অবস্থিত সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন হাসানুল বান্না জামে মসজিদ এর বারান্দা ও সিড়ি ঢালাই কাজের উদ্বোধন হয়। ১০ মার্চ মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিওর ক্রপস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি আল. মোহাম্মদ আলী হাবিবী, প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল ওহাব, মোঃ খলিল রহমান মোড়ল, এস, এম, আবুল হাসান, মাওঃ মোহসীন উদ্দীন, মোঃ মনিরুজ্জামান শাহিন, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সেক্রেটারী শেখ বাদশা ফয়সাল, মেহেদী হাসান, মামুন হোসেন, নাঈম হোসেন, কামরুজ্জামান পলাশ, সাব-কন্ট্রাক্টর মোঃ আব্দুল হামিদ বাবু,শামীম রেজা সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং হেফজ ও নাজেরা পড়ুয়া ছোট ছোট কোরআনের পাখিরা। এছাড়াও মসজিদ ও মাদ্রাসার কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।