নাজমুল হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের একটি সম্মেলন কক্ষে অত্র এলাকার শতাধিক হাজীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্বপ্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনআলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ মোতাসিম বিল্লাহ, আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওঃ নূরুল হাসান প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা এবং হাজী কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।