শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের কুদ্দুস হালদারের মেজ ছেলে মো. জাকির হোসেন (৩৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বসুন্ধরা সিমেন্ট সাউথ বেঙ্গল ডিভিশনের খুলনা এরিয়ার তেরখাদা টেরিটরির টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বৃহস্পতিবার (১৩ই মার্চ ) বিকাল পাঁচটার পর রুট থেকে ফেরার পথে খুলনার রূপসা ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং রেলিংয়ের সাথে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে শরীয়তপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।