শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

নলতায় আলোচিত হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১৫, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : সাইফুল ইসলাম ওরফে সামাদ নামে ১৪ বছরের এক শিশু কিশোরকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের পর কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নবাসীর আয়োজনে নলতা-তারালী সড়কের ইন্দ্রনগর মোড় নামক স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুল্লাহ হাবিব, শেখ আবু বক্কর, শিক্ষক আলমগীর হোসেন বাবু, ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক, রেজাউল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, শেখ, মুস্তাফিজুর রহমান সজল এবং তরিকুল ইসলাম চান্দু প্রমূখ।

এসময় বক্তারা বলেন-ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত শরিফুল ইসলাম ওরফে অমিত কর্তৃক গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলাই ছুরি দিয়ে জবাই হত্যা চেষ্টা চালায়। উক্ত ঘটনা দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ কর্মসূচির হুমকি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের শিশু পুত্র সাইফুল ইসলাম ওরফে সামাদ এবং একই গ্রামের রেজাউল পাড়ের মাদকাসক্ত পুত্র শরিফুল ইসলাম ওরফে অমিত দু’জন গত কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। দু’জনের পূর্ব শত্রুতা ও মনোমালিন্যের জের ধরে গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে ফেলে সাইফুল ইসলাম ওরফে সামাদকে প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে।

ঐসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমান সামাদ সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক বাদী হয়ে গত ১২ মার্চ বুধবার কালিগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করে।

উক্ত মামলায় ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে ইন্দ্রনগর গ্রামের রহিম বক্স পাড়ের পুত্র আব্দুর রউফ ওরফে রফুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াও মামলার অন্যতম মুল আসামি শরিফুল ইসলাম ওরফে অমিতকে আজ শুক্রবার বেলা দেড়টার সময় নলতা হাটখোলা হতে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে পুলিশ এ পর্যন্ত মোট ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ মামলার অন্যান্য আসামিরা হলো ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের পুত্র রেজাউল পাড় এবং তার পুত্র জনি। আসামি ২ জনের গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি অতি তাড়াতাড়ি আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বুধহাটায় ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি ঘেরা বেড়া দেওয়ার অভিযোগ

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা

দেবহাটায় জমি দখলে নিতে হামলায় দু’পক্ষের ৬জন আহত, পাল্টাপাল্টি মামলা

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ

ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের রুপসী ম্যানগ্রোভ এ বনভোজন

গ্রাম ডাক্তার কল্যান সমিতি ঝাউডাঙ্গা ইউনিয়ন কমিটির অনুমোদন

উদীচী শিল্পীগোষ্ঠীর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা

বিআরটিএ’র হুঁশিয়ারি মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার করলেই ব্যবস্থা

অসহায় ৬শ পরিবারের মাঝে কাউন্সিলর কালু’র ঈদ উপহার বিতরণ