লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি, মানবাধিকার, আশাশুনি উপজেলা শাখার আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সাংবাদিক সোসাইটির আয়োজনে মানবাধিকার ডক্টরস ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়। ডক্টরস পয়েন্ট ক্লিনিকের পরিচালক মোঃ আব্দুল হাই বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি নূরে আলম সরোয়ার লিটন।
সাধারণ সম্পাদক ইয়াসিন আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, মোঃ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী পাড়, প্রচার সম্পাদক ইমরান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য তোহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সকল সদস্যদের আইডি কার্ড তুলে দেন সোসাটির উপজেলা শাখার সভাপতি নূরে আলম সরোয়ার লিটন।