বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল সফু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিধানমালা ২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১)এর অধীন সদস্য সদস্যা সমন্বয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয়ের পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ৬ মাসের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন করে ১৬/৩/২০২৫ তারিখ বিদ্যালয়ে পত্র প্রেরণ করেন। এডহক কমিটির সভাপতি মনোনীত সাইফুল বারী, কমিটির অন্যনরা হলেন হলেন সদস্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাওসার আলী ও রুহুল কুদ্দুস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়।