ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে অত্র ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক যুব বিষয়ক সম্পাদক শেখ মোজাফফর হোসেন, সাবেক ছাএ বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও কৃষ্ণনগর ইউপির জনতার চেয়ারম্যান জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম নজু, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান হাফি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আল মাহমুদ ছট্টু ও আব্দুল আজিজ গাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওরানা জিয়াউর রহমান। এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।