নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় ফানুস নাট্যদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) শহরতলীর বাকাল ডিসি ইকো পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফানুস নাট্যদলের সভাপতি প্রতীক রুদ্র, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নরোত্তম সরকার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুননাহার, তথ্য ও যোগাযোগ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে ফানুস নাট্যদলের সকল শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জনগণের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।