দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে দেবহাটা বিএনপির মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার সকাল ১১ টায় পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত সভায় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান মনি ও আখতারুজ্জামান। সভায় উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করে স্পর্শ কাতর বিষয়ে নেতাকর্মীদের না জড়ানোর নির্দেশনা দিয়ে সেইভাবে চলতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সাবেক বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিক, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।
এসময় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মোকলেছুর রহমান মুকুল, জাকির হোসেন, হাসান সরাফী, প্রভাষক কামাল হোসেন, আলতাফ হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান ও সুমন পারভেজ সহ উপজেলার ০৫ টি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ ও দেবহাটা উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল,শ্রমিক দল কৃষক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।