শহর প্রতিনিধি : সাতক্ষীরায় নারী ও শিশুর নির্যাতন বন্ধের দাবি, সমতা-নায্যতা,ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) বেলা ১১ টায় জেলা নাগরিক প¬াটফর্মের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা নাগরিক প¬াটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার, স্বদেশ এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন পান্ডে, বিপ¬বী ওয়ার্কাস পার্টির ডা. মনসুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের স্বপনশীল, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না ও সেলিম হোসেন, নদী ও বনরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমি অধিকার পরিষদের সভাপতি মোঃ বাবলু হাসান, নদী বোন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানারা খাতুন রিনা, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, হৃদয় মন্ডল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, শিশু আসিয়া-আনিকাসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দায়িত্ব ও রাষ্ট্রকে নিতে হবে, নারীর চলাফেরা, বাকস্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও ঘরে বাইরে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিশু বিবাহরোদে প্রচলিত আইনের যুগ উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, সকল গণপরিববনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয় পত্র নিশ্চিত করতে হবে, সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিচার ও শাস্তি সরকার ঘোষিত ৯০ দিন সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। মানববন্ধনে গণ স¦াক্ষর করানো হয়। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করেন।