নিজস্ব প্রতিনিধি : ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জিয়া পরিষদ সাতক্ষীরা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) দুপুর ১২ টায় সাতক্ষীরা সিটি কলেজে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আমরা দলের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করতে চাই। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দলীয় শৃঙ্খলা মেনে আমরা সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৫ শে মার্চ সকাল ১০ টায় সাতক্ষীরা পৌর অডিটরিয়ামে পালন করব।
সকলে ভেদাভেদ ভুলে প্রোগ্রাম সফল করতে আমরা অঙ্গিকারবদ্ধ ও কাধে কাধ মিলিয়ে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ সাইফুল্লাহ, অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, কামরুজ্জামান রাসেল, প্রভাষক শফিউল আজম, মেম্বর রাশিদুল ইসলাম, মাস্টার ঈদুজ্জামান ইদ্রিস, মাস্টার রুস্তম আলী, মনিরুল ইসলাম, অধ্যাপক আলমগীর হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ফারুকুজ্জামান, অধ্যক্ষ আরিফ হোসেন, জি এম শফিউল আলম, প্রভাষক ইমরুল হাসান মিন্টু, সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, গাজী আক্তারুজ্জামান, শফিউল ইসলাম ডাবলু প্রমুখ।