শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভি ডি এফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আফতাবুজ্জামান। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সেক্রেটারী ডাঃ আবু কওছার,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, জামায়াতের সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আলী,শ্রীউলা ইউনিয়ন সভাপতি ডাঃ বিধান চন্দ্র বাইন প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।