ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। তবে কিছুটা আগেভাগে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) মোট ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাষ্টার সফিকুল আলম। সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। স
ম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা,সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান, সম্মেলনের শুরুতে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী দারসুল কুরআন প্রদান করেন।
এরপর আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন, তাদের মধ্যে ছিলেন—সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, বক্তারা আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিরলস পরিশ্রমের আহ্বান জানান। ভোট কেন্দ্র পরিচালকদের একজন অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা প্রতিরোধে এবং দুষ্কৃতকারীদের ষড়যন্ত্র মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। দিনব্যাপী এই কর্মশালা ও সম্মেলন নির্বাচনের জন্য জামায়াতের পরিকল্পনা ও দিকনির্দেশনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।