বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।
বৃহস্পতিবার (২০ মার্চ) যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান একপত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ২৭-০২-২০২৫ তারিখের অনলাইন আবেদন (আইডি-৩১৬৫৪) এর ভিত্তিতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ০৩-১২-২০২৪ তারিখের ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে চার সদস্য সদস্য সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির সভাপতি হয়েছেন মোঃ সরফরাজ নেওয়াজ (সাগর), শিক্ষক প্রতিনিধি হয়েছেন মো: হাফিজুল ইসলাম, অভিভাবক সদস্য হয়েছেন মোঃ সোহরাব হোসেন এবং সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম।
অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
নতুন এডহক কমিটির সভাপতি মোঃ সরফরাজ নেওয়াজ (সাগর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের সাবেক কমান্ডার, ব্রহ্মরাজপুর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাতক্ষীরা সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক স ম শহিদুল ইসলামের একমাত্র পুত্র। মোঃ সরফরাজ নেওয়াজ একজন ব্যাংকার। তিনি বর্তমানে এসবিএসি ব্যাংকের ইও এন্ড ম্যানেজার অপারেশনস্ পদে কর্মরত আছেন। নতুন এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক পরিষদ, অভিভাবক ও সুধীজন।