তাপস সরকার, তালা ব্যুরো : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এই ইউনিয়নের ১১৬০ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। শনিবার (২২ মার্চ) সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই চাল বিতরণ কার্যক্রম চলে।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোহাম্মদ আলী, আমিনুর রহমান, মনিরুল ইসলাম, আলাউদ্দীন সরদার, কামরুল ইসলাম, মতিয়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেশমা খাতুন, রেবেকা খাতুন এসময় উপস্থিত ছিলেন।
ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউএসডব্লিউ আমিনুর রহমান। ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, এবার ঈদুল ফিতরের সরকারী অনুদান ১০ কেজি করে চাল বিতরণের চিঠি পাওয়ার পরে ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে ইউপি সদস্য ও এসকল রাজনৈতিক নেতাদের সহযোগীতায় এই তালিকা চুড়ন্ত করা হয়। পরবর্তীতে এই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নিয়ে মাষ্টার রোল তৈরী করে চাল বিতরণ করা হচ্ছে।