শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা (ভূমি) অফিস ও রাজস্ব অফিস গনপাঠাগার এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার এর কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্ব অফিস গনপাঠাগারের সহ-সভাপতি কালিগঞ্জ মহাবিদ্যালয় এর কালিগঞ্জ মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব অফিস গণপাঠাগারের সভাপতি অমিত কুমার বিশ্বাস, বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলন এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাঠাগারের যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল প্রমূখ।
ইফতার অনুষ্ঠানে উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস জামে মসজিদে রোজাদার মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।