দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি মাওলানা রুহুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাও: নুরুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, সহ-সেক্রেটারী মাও: মুজাহিদুল আলম, মাও: ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, টিম সদস্য মাও: আমিনুর রহমান, ক্বারী রুহুল আমীন, আব্দুল হালিম শেখ, হাফেজ আব্দুস সাত্তার, মাও: আবু সাঈদ প্রমূখ।